বিনোদন ডেস্ক: দেখতে দেখতে পুজো শেষ। দশমীতে মা দুগ্গার বিদায়ের পালা। চোখে জল নিয়েই দুর্গাকে বরণ। বরণ শেষে সিঁদুরখেলা। মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখার্জি বাড়ির লোকেরা। আর সেখানেই কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। কাজলের পরনে ছিল লাল পাড়-সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল পাড়-হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল।
দূর্গাপূজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মণ্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুক্লা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।
অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব-এ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল-এ স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব-এ অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল-এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল-এ অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি-তে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক।