শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গুলশানের বিলাস আর্ট লাউঞ্জ বারে অভিযান; বিদেশি মদসহ আটক-৯ কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ বিষদাঁত ভেঙে দিবে: এম এ মালিক বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: আসিফ নজরুল কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক টানা দুই ম্যাচে ডাক পেলেন কোহলি সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হলেন আল ফাওজান এনসিপি ও জামায়াতকে আশ্বাস: নির্বাচনের আগে প্রশাসনের রদবদল তদারকি করবেন প্রধান উপদেষ্টা

গুলশানের বিলাস আর্ট লাউঞ্জ বারে অভিযান; বিদেশি মদসহ আটক-৯

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

হাফসা আক্তার  : রাজধানীর অভিজাত এলাকা গুলশালের বিলাস আর্ট লাউঞ্জ লিঃ রেস্টুরেন্ট এন্ড বারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িত ৯জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় ৬৭ লক্ষ টাকা মূল্যের ৪৬৬ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নামঃ ১। সৈয়দ আসিফ (২৪), পিতাঃ সৈয়দ শাহাবুদ্দিন ২। মোঃ রাকিব খান (২০), পিতাঃ আসাদ খান, মাতাঃ মমতাজ বেগম ৩। তানভির আহম্মেদ (২৮), পিতাঃ আব্দুস সবুর, মাতাঃ তহমিনা খাতুন ৪। নয়ন চক্রবর্তী (২৮), পিতাঃ মৃত নারায়ন চক্রবর্তী, মাতাঃ দুর্গা চক্রবর্তী ৫। মোঃ বেল্লাল হাওলাদার (৪০) পিতাঃ মৃত হাশেম হাওলাদার, মাতাঃ কুলসুম বিবি, ৬। মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতাঃ আহসান খান, মাতাঃ জাহেদা বেগম, ৭। সাগর নকরেক(২৭), পিতাঃ লিটন তিরান, মাতাঃ রিতা, ৮। সাইফুল ইসলাম রকি (৩৪), পিতাঃ জাবেদ হোসেন, মাতাঃ ইয়াসমিন আক্তার, ৯। মেহেদী হাসান শিকদার (৪০), পিতাঃ সিদ্দিক সিকদার, মাতাঃ ছেনেয়ারা বেগম।

জব্দকৃত আলামতঃ মোট ৪৬৬ (চারশত ছিশট্টি) বিভিন্ন ব্রান্ডের মদের বোতল যার সর্বমোট পরিমান ৪৫৭.১ (চারশত সাতান্ন দশমিক এক) লিটার, মূল্য অনুমান ৬৭,৯১,০০০/- (সাতষট্টি লক্ষ একানবাই হাজার) টাকা।

গতকাল রাত ১১.৩০ ঘটিকায় গুলশান থানাধীন গুলশান-১, প্লট-৫১, গুলশান দক্ষিণ এভিনিউ, Bliss Art Lounge Ltd. Restaurant & Bar -এ অভিযান চালানো হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, বার
কর্তৃপক্ষের দেশীয় কেরু এন্ড কোম্পানীর অনুমোদিত ৫টি ব্রান্ড বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশী নানান ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করে, এমন সংবাদ পাওয়ায় পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম Bliss Art Lounge Ltd. Restaurant & Bar ভবণের ৬ষ্ঠ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায় জড়িত Bliss Art Lounge Ltd. Restaurant & Bar এর ৯ জনকে আটক করেন তারা। আটককৃতদের দেখানো মতে উক্ত ভবণের ৬ষ্ঠ তলার চিলেকোঠা থেকে বিদেশী ১। CHIEASVAS ২। GORDON’S LONDON DRY GIN EL CHARRO GOLD 8 EL CHARRO SILVER CLAYMORE BALLANTINE’S FINEST ABSOLUT VODKA ৮। BLACK LABEL / SMIRNOFF VODKA ১০। Black & White ১১। CAREW’S IMPERIAL WHISKY ১২। CHATEAU LES GRAVES DE LA VALADE ১৩। Captain Mongan 28 JACK DANIEL’S ১৫। CASAS DEL TOQUR WINE ১৬। Peach Stone ১৭। CALVET ১৮। VACARDI ১৯। VAT 69 ব্রান্ডের মোট ৪৬৬ বোতল মদ উদ্ধার করেন। যার পরিমান ৪৫৭.১ (চারশত সাতান্ন দশমিক এক) লিটার, মূল্য অনুমান ৬৭,৯১,০০০/- (সাতষট্টি লক্ষ একানব্বই হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে যাহার নং-৪৪, তারিখ-২৪/১০/২০২৫ ইং। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪ (গ)/ ৪১ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com