আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের ওপর নতুন শুল্ক আরোপের যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা সরাসরি ‘‘ব্ল্যাকমেইল’’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের আট দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড ভ্যান উইল একথা বলেন। তিনি বলেন, তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) যা করছেন, তা ব্ল্যাকমেইল… এবং এটি একেবারে অপ্রয়োজনীয়। এতে জোটের (ন্যাটো) কোনও উপকার হয় না। এমনকি গ্রিনল্যান্ডেরও কোনও উপকার হয় না।
এর আগে, শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।