হাফসা আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা মাঠে নেমেই বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদীব।
আজ বৃহষ্পতিবার প্রচারণার প্রথম দিনে উত্তরার ৭ নম্বর সেক্টরস্থ দলীয় অফিসের সামনে আয়োজিত বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—এই উত্তরা, এই ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের ধারক-বাহক হিসেবে আমরাই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
আদিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহিদ ও আহত হয়ে উত্তরার মাটি। আমাদের অঙ্গীকার সেই সব শহিদ পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করা।
প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়ার কথা উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন, “আমরা সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত।
আমরা জানি এখানকার সাধারণ মানুষ আধিপত্যবাদ বিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়।
জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, “প্রচারণার মাঠে সবাইকে পাশে পাচ্ছি। সামগ্রিকভাবে একটি আধুনিক ও মানবিক ঢাকা-১৮ আসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
শাপলা কলি প্রতীকের ক্যারাভান নিয়ে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর জমজম টাওয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা নেতাকর্মীদের সঙ্গে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
জানা যায়,আজ ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।