নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে মানুষেরই জয় হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ডেঙ্গু মোকাবিলাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
বুধবার রাজধানীতে আওয়ামী লীগের ডেঙ্গু মশা নিধন ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান উদ্বোধন করে এ কথা বলেন সড়ক মন্ত্রী।
রাজধানীর পাশাপাশি সব জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত তিনদিনের এই কর্মসূচি চলবে।
কাদের বলেন, ‘আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। কঠিন লড়ায়ে নেমেছি। এই লড়াইয়ে জিততে হবে। আমরা অনেক লড়াইয়ে জিতেছি। ডেঙ্গু এমন ভয়ংকর ও মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয় যে প্রতিরোধ করতে পারব না। এর বিরুদ্ধে আমরা বিজয়ী হব। আমাদের কর্মসূচি চলবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবারই দায়িত্ব আছে।’
দুই মাসেরও বেশি সময় ধরে ডেঙ্গু জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশের ৬২ জেলায় এই রোগ শনাক্ত হওয়ায় আতঙ্ক এখন দেশ জুড়ে।
ডেঙ্গুর বাহক এডিস মশার জন্ম প্রধানত হয় ঘরোয়া পরিবেশে, যেখানে স্বচ্ছ পানি জমে থাকে। আর এ নিয়ে জনসচেতনতার অভাবও স্পষ্ট। এই অবস্থায় ক্ষমতাসীন দল পরিচ্ছন্নতার এই অভিযান শুরু করেছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে পুরো জাতি ভয়ংকর মশা ডেঙ্গুর বিস্তারে উদ্বিগ্ন। এই প্রাণঘাতী ডেঙ্গুকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
জনগণ উদ্যোগী না হলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতামূলক ও সতর্কতামূলক। আপনার ঘর গৃহাঙ্গণ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখুন। যেসব জায়গায় ডেঙ্গু মশা নিরাপদ বাসস্থান গড়ে তোলে, যেসব স্থানে ডেঙ্গু থাকতে পারে সেসব স্থান টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন অভিযান সারা দেশেসহ এই নগরীতে পরিচালনা করব।’
‘ডেঙ্গু মোকাবিলার এই চ্যালেঞ্জ শেখ হাসিনার নির্দেশে। চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি, এই প্রাণঘাতী ডেঙ্গু মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে ডেঙ্গুর এই ভয়ংকর বিস্তার প্রতিরোধ করব। সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অ্যাকশন প্রোগ্রামে আছি।’
ন্যূনতম মূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার আহ্বান
সরকারি হাসপাতালের মতো বেসরকারি চিকিৎসালয়েও বিনামূল্যে বা ন্যূনতম টাকায় ডেঙ্গু পরীক্ষা করার আ্হ্বানও জানান কাদের।
বলেন, ‘সারা দেশের চিকিৎসকের কাছে আহ্বান জানাব ডেঙ্গুর পরীক্ষার জন্য নামমাত্র একশ টাকা নিয়ে পরীক্ষার কাজ করবেন। গরিব মানুষের পক্ষে পাঁচশ এক হাজার টাকা দিয়ে ডেঙ্গুর মতো এই রোগের রক্ত পরীক্ষা করার মতো অবস্থা নেই। তাই চিকিৎসকদের বলব, মানবতার স্বার্থে দেশের স্বার্থে নামমাত্র একশ টাকা অথবা বিনে পয়সায় রক্ত পরীক্ষা করুন।’
‘রক্ত পরীক্ষা কাজটি স্বাচিপ ও বিএমএ বিনা পয়সায় করার ব্যবস্থা করবেন বলে আশা করছি।’
মানবিক প্রয়োজনে ডেঙ্গু রোগীকে রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক প্রয়োজনে এই ক্রাইসিস মোকাবিলায় রক্ত দানে কেউ দ্বিধা করবেন না। শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে আহ্বান ও অনুরোধ জানাই।’
ডেঙ্গুর ভয়াবহ বিস্তারর মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সফরে মালয়েশিয়া যাওয়া কতটুকু যৌক্তিক- জানতে চাইলে কাদের বলেন, ‘কে আছে কে নাই সেটা দেখার বিষয় নয়। কাজ হচ্ছে কি না সেটি দেখার বিষয়। ব্যক্তি বিশেষের কর্মকাণ্ড প্রশ্ন না করে আসুন সবাই একযোগে কাজ করি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেলসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ধানমন্ডি লেকের পাড় দিয়ে মশার ওষুধ ছেটান ও প্রচারপত্র বিলি করেন।