বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন আগামীকাল (শনিবার)। জাতীয় ক্রীড়া পরিষদে সকাল ১০ টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সবচেয়ে আলোচনায় সাধারণ সম্পাদক পদ নিয়ে। এ পদে প্রার্থী ৩ জন।
বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঙ্গে এ পদে প্রার্থী আছেন এসএম সাদাত হোসেন সোহেল।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৩ জন থাকলেও অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচনে মুখোমুখি দুটি প্যানেল। এক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অন্য পক্ষের নেতৃত্বে মোহাম্মদ শাহ আলম। এর বাইরে এককভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সাদাত হোসেন সোহেল।
৫ টি সহসভাপতি পদের জন্য দুই প্যানেলের লড়বেন ৯ জন। এর মধ্যে মন্টু প্যানেলের ৫ জন এবং শাহ আলম প্যানেলের ৪ জন। যুগ্ম সম্পাদকের দুটি পদের জন্য দুই প্যানেলেরই আছেন দুইজন করে। দুই প্যানেলের প্রার্থী আছেন কোষাধ্যক্ষ পদেও। ১৯ টি সদস্য পদের জন্য লড়াইয়ে আছেন ২৩ জন।
নির্বাচনে প্রার্থী যারা
সহ-সভাপতি : এস এম মোর্তাজা রশিদী দারা, নুর উদ্দিন চৌধুরী নয়ন, মো. আমজাদ আলী খান, মো. ইব্রাহিম চেঙ্গিস, মো. কিতাব আলী, মো. জায়েদুল আলম, মো. তোফাজ্জল হোসেন, মো. ফারুকুল ইসলাম ও মো. মজিবর রহমান মল্লিক।
সাধারণ সম্পাদক : অ্যাড. আবদুর রকিব মন্টু, এসএস সাদাত হোসেন সোহেল ও মোহাম্মদ শাহ আলম।
যুগ্ম সম্পাদক : ফরিদ খান চৌধুরী, মো. ইকবাল হোসেন, মো. মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান।
কোষাধ্যক্ষ : মহিউদ্দিন আহমদে মোস্তাক ও মো. জামাল হোসেন।
সদস্য : আবদুল মান্নান মনি, আবুল কালাম, মো. সাঈদ হাসান, ইউসুফ খান পাঠান, ডা. জাফিরুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি, নেলি জেসমীন, মাহবুবা রহমান বেলী, রওশন আক্তার ছবি, শামিমা সাত্তার মিমু, যতীন কুমার দাস, শ্রীনিবাস হালদার, মো. আখতারুজ্জামান মৃধা পলাশ, মো. আমিনুল ইসলাম, মো. কামাল উদ্দিন, মো. নজির আহমেদ মল্লিক, নাজিমুল হক নাজিম, মজিবুর রহমান, মো. রফিক উল্যা আখতার মিলন, মো. লুৎফর রহমান বাবু, মো. সাইফুর রহমান রাজ্জাক, হাবিবুর রহমান ভূঁইয়া ও শামসুদ্দোহা মামুন।