বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ২৩৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গত বৃহস্পতি ও শুক্রবার ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি রোগীর সংখ্যাতত্ত্বের হিসেবে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এমন তথ্যই দেয়া হয়েছে।

কন্ট্রোল রুম জানায়, শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ৬৮৭ জন। তার আগে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৭১২ জন।সে হিসেবে গত দুই দিনের তুলনায় ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছে।

কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪৯ জন। ঢাকা মহানগরীতে ভর্তি হয়েছেন ৯৬৫ জন। ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৬৮০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২২ হাজার ৯১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ৬ হাজার ৮৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com