নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর বনানী কবরস্থান পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার বনানী কবরস্থান পরিদর্শন করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ হওয়া তার পরিবারের সদস্য এবং নিকটজনদের কবরে দোয়া, মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সর্বস্তরের মানুষ। সে উপলক্ষে বনানী কবরস্থানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ডিএনসিসি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বনানী কবরস্থান পরিদর্শন করে মেয়র সন্তোষ প্রকাশ করে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্য এবং নিকটজনরা বনানী কবরস্থানে সমাহিত। তাদের যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শ্রদ্ধা জানাতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’