জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজনীতিক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।আগামীকাল শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে যথারীতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, বন্যা, ডেঙ্গু, ঈদ, কোরবানিতে পশুর চামড়া দাম, ছাত্রদলের কাউন্সিল, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ, নারী নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।