তথ্য-প্রযুক্তি ডেস্ক, সিটিজেন নিউজ: ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নিতে পারে ‘সেফকো’। ব্যবহারকারীদের অজান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়ালেট থেকেও অর্থ হাতিয়ে নিতে পারে ভয়ংকর ম্যালওয়্যারটি (ক্ষতিকর প্রগ্রাম)। ই-মেইল বার্তার পাশাপাশি বিভিন্ন ফাইলের ছদ্মাবরণে থাকায় ম্যালওয়্যারটি সহজে শনাক্ত করা যায় না। ফলে কোনো ফাইল ক্লিক বা ডাইনলোড করলেই ম্যালওয়্যারটি ডিভাইসে ছড়িয়ে পড়ে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে।
এমনকি ব্রাউজারে সেভ করা বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের লেনদেনের তথ্যও হাতিয়ে নেয়। নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর প্রলোভন দেখিয়ে গোপনে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যারটি বিক্রি করছে হ্যাকাররা। তাই ভবিষ্যতে ম্যালওয়্যারটি ব্যবসা-বাণিজ্যের জন্য হুমকি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : ইন্টারনেট