নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিরাপত্তা কার্যক্রম বাড়ানোর বিষয়ে পরামর্শ দিতে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের তিন সদস্যের বিশেষ টিম।
আগামী শনিবার টিমটি বাংলাদেশে পৌঁছাবে। এরপর রবিবার ও সোমবার বন্দর পরিদর্শন, প্রশিক্ষণ প্রদান, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা।
এর আগে আন্তর্জাতিক বন্দরে নিরাপত্তা কর্মসূচি জোরদারের আওতায় ২০১৭ সালের ১১ ও ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে মার্কিন প্রতিনিধিদল।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল আখ্যা দিয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা (আইএসপিএস কোড) নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো জাতিসংঘের অঙ্গ সংস্থা আইএমও’র পক্ষ থেকে।