শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান প্রধান উপদেষ্টার ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি তামিম ইকবালকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল ঢাকাসহ ৩ বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিল হার্ট অ্যাটাকের ঘটনা মানসিকভাবে মানতে পারছেন না তামিম জনগনের সরকারের মাধ্যমেই দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব- আমিনুল হক গোপন চ্যাট ফাঁস হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত : প্রধান উপদেষ্টা উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

সাদমান কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: সাদমান ইসলামকে ক্যারিয়ারের শুরুতে নিউজিল্যান্ডে বৈরী কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে । টেস্ট ক্রিকেটে তার নিবেদন প্রশ্নাতীত। পাঁচ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি সত্ত্বেও দুই অঙ্কের রানের আগে আউট হননি একবারও। ইমরুল কায়েস কিংবা সৌম্য সরকার যখন আস্থার প্রতিদান দিতে পারছিলেন না, তখনই সুযোগ কাজে লাগান সাদমান।

এবার আরও বড় চ্যালেঞ্জ। তামিম ইকবাল বিশ্রামে থাকায় একনম্বর ওপেনার তিনি। তার সঙ্গে কে ইনিংস উদ্বোধন করবেন, টিম ম্যানেজমেন্টের কাছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় ওপেনার হিসেবে সৌম্য সরকারের ওপরই আস্থা নির্বাচকদের। সৌম্যর সঙ্গে ওপেন করে ক্যারিয়ার শুরু হয়েছে সাদমানের। তামিমের অনুপস্থিতি নিয়ে তাই চিন্তা করছেন না তিনি। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ভালো কিছু হবে বলে এই বাঁ-হাতি ব্যাটসম্যানের বিশ্বাস।

তিনি বলেন, ‘আমার অভিষেক টেস্টে তামিম ভাইকে পাইনি, সৌম্য দা’র সঙ্গে ওপেন করেছিলাম। আমি যেমন ব্যাটিং করি, যেমন খেলি সে জায়গা থেকেই নিজের মতো খেলার চেষ্টা করব। আগে যেভাবে খেলেছি, প্রথম শ্রেণি এবং ‘এ’ দলের হয়ে যেভাবে খেলি, সেরকম পরিকল্পনাই সাজাব।’

গত বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ বল খেলে ৭৬ রান করেছিলেন। এখন পর্যন্ত সেটাই তার সর্বোচ্চ স্কোর। ২৪ বছর বয়সী সাদমানের লক্ষ্য বড় রান করার। তিনি বলেন, ‘বড় ইনিংস খেলার চিন্তাভাবনা থাকে। এরআগে পারিনি হয়তো কোথাও ঘাটতি ছিল। চেষ্টা করব ভালো কিছু করার।’

চট্টগ্রামের উইকেট নিয়ে আগে থেকে বলা কঠিন। সেখানে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পান। আফগানিস্তান স্পিনারদের খেলার পরিকল্পনা নিয়ে সাদমান বলেন, ‘আফগানিস্তানকে নিয়ে আলাদা পরিকল্পনা করছি, ওদের স্পিন আক্রমণ খুবই ভালো। সবসময় তো পেস বোলিং নিয়ে বাড়তি কাজ হয়। এবার চিন্তা করছি স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করতে। তাদের রশিদ খান, মোহাম্মাদ নবীর বোলিং বৈচিত্র্যপূর্ণ।’

সাদমান বলেন, ‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। সংক্ষিপ্ত ফরম্যাট আর টেস্ট এক নয়। এরআগেও অনেক ভালোমানের স্পিনারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। রশিদ বাড়তি চাপ দিতে পারেন এমনটা মনে হচ্ছে না।’

তিনি বলেন, ‘সামনে অনেক খেলা রয়েছে। টেস্ট নিয়ে একটু বেশি চিন্তা করছি। লক্ষ্য ভালো করতে হবে, অনেক ভালো করতে হবে।’ তিনি বলেন, ‘বেশি টেস্ট খেললে র‌্যাংকিংয়েও দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সবারই টেস্টে ভালো করার পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, ‘আমি যেসব শট খেলি, স্কোরিং শটগুলো রেখে সাধারণ রক্ষণাত্মক খেলার চেষ্টা করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com