মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের চাঁদা প্রদান সংক্রান্ত সচিব কমিটি পুনর্গঠিত

  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: সরকার আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় বাংলাদেশের চাঁদা প্রদান সংক্রান্ত সচিব কমিটি পুনর্গঠিত করেছে।

সম্প্রতি কমিটি পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব। সদস্য হিসেবে রয়েছেন- বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, অর্থ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, প্রস্তাবক মন্ত্রণালয় বা বিভাগের সচিব। এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটির কার্যপরিধি তুলে ধরে আদেশে বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় নতুন সদস্যপদ গ্রহণ ও চাঁদা প্রদানের বাস্তব উপযোগিতা যাচাই করে সুপারিশ দেবে কমিটি। চাঁদা

প্রদানের উপযোগিতা না থাকলে তা স্থগিতকরণের বিষয়ে সুপারিশ দেবে। বিদ্যমান ও প্রদেয় চাঁদার পরিমাণ প্রয়োজন অনুসারে পুনর্বিবেচনা করবে কমিটি।

কমিটির সুপারিশের ভিত্তিতে অর্থ বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com