বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এনসিপি ও জামায়াতকে আশ্বাস: নির্বাচনের আগে প্রশাসনের রদবদল তদারকি করবেন প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির নিরাপদ সড়ক দিবসে ইইউবি’র আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আতিফ আসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত;স্টুডেন্ট এলায়েন্সের উদ্বেগ ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা নিজস্ব প্রতিশেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা সাগরে লঘুচাপ, দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আভাস গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই – আমিনুল হক আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী

বর্তমানে দেশের এক নম্বর খেলা আরচারি : রোমান সানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি (স্টেজ-৩) তে সোনাজয়ী রোমান সানা বলেছেন, বর্তমানে দেশের এক নম্বর খেলা আরচারি। সোমবার দুপুরে ফিলিপাইন থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে রোমান সানা বলেছেন,‘জনপ্রিয়তার দিক দিয়ে ক্রিকেট সবার ওপরে। কিন্তু গেমস সিস্টেম আর পদকের তালিকা বিবেচনা করলে আমি মনে করি বাংলাদেশে আরচারি এক নম্বর গেম। আরচারি নতুন গেম। বছর পনের ধরে বাংলাদেশে খেলা হচ্ছে। আস্তে আস্তে আরো জনপ্রিয় হবে।’

আগামী টোকিও অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা আরচার রোমান সানা বলেন, ‘অলিম্পিকের আগে এশিয়া কাপের এই সাফল্য আমার জন্য অনুপ্রেরণা। কারণ আমি কঠোর পরিশ্রম করছি। ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছি এবং ফলাফলও আসছে। আমি আশা করি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অলিম্পিকে পদক জেতা সম্ভব। কিন্তু অলিম্পিকে পদক জিততে হলে আমাকে সেভাবে তৈরি করতে হবে। কারণ, এশিয়া পর্যায়ের খেলা আর অলিম্পিক গেমসের বিস্তর পার্থক্য। এখনো ৯ মাস সময় আছে আমার হাতে। আমার জন্য দোয়া করবেন যাতে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারি।’
ধারাবাহিক সাফল্যের জন্য তিনি বাংলাদেশ আরচারি ফেডারেশন, তার প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার, পৃষ্ঠপোষক সিটি গ্রুপ, মধুমতি ব্যাংকের অবদানের কথাও উল্লেখ করেছেন রোমান সানা।

অলিম্পিক গেমস প্রসঙ্গে খুলনার এ যুবক বলেন, ‘আমি যখন কোনো টুর্নামেন্টে খেলতে যাই, তখন আপনাদের বলি- পদক জেতা কঠিন। কারণ, আমরা জানি না সামনে কি হবে। তবে সব সময়ই আমি লক্ষ্য স্থির করি, সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে খেলার প্রত্যাশা পূরণ হলে পরের কাজগুলো সহজ হয় আমার জন্য। সুতরাং আমার প্রত্যাশা সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারবো।’

এশিয়া কাপের এই সাফল্যের পর দেশের মানুষ আপনার সম্পর্কে জানতে চান। আপনার সাফল্যে সবাই গর্বিত। সোনাজয়ী হিসেবে এই মানুষগুলোর প্রতি আপনার বার্তা কি? ‘আমি বলেছি যে, এখন দেশের এক নম্বর খেলা আরচারি। খেলাটি যদি আরো বেশি প্রচার পায়, তাহলে আরো জনপ্রিয় হবে। অধিক মানুষ যদি এ খেলা নিয়ে আগ্রহ দেখায় এবং প্রতিযোগিতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আগামীতে আরো ভালো রেজাল্ট হবে। এশিয়া কাপে পাওয়া সোনার পদকটি আমি দেশের মানুষকে উৎসর্গ করলাম’-বলেছেন রোমান সানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com