ক্রীড়া ডেস্ক: নারী ক্রিকেট বিশ্বকাপে অবশেষে ব্যাটিং ব্যর্থতার ভাঙা চক্র ভেঙে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটির মাধ্যমে টাইগ্রেসরা ২০০ রানের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।
এদিন, দেখে-শুনে সাবধানী শুরু করেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরে গেলে সেই জুটি ভাঙে। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।
তিনে নেমে আরও একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।
জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। মাইলফলক ছুঁয়েছেন ৭৪ বলে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে পাঁচে খেলানো হয়। মিডল অর্ডারে সফল তিনি।
মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে যা দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।