মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মামলার আসামি সোলাইমানকে বনানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত হলেন কুমিল্লার এসআই খাজু মিয়া পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫ বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা: প্রধান উপদেষ্টা ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি: আমিনুল হক ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১২ হাজার ২৪ কোটি টাকা আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ‘সক্ষমতা’ এসেছে: বিমান বাহিনী

বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: নারী ক্রিকেট বিশ্বকাপে অবশেষে ব্যাটিং ব্যর্থতার ভাঙা চক্র ভেঙে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটির মাধ্যমে টাইগ্রেসরা ২০০ রানের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

এদিন, দেখে-শুনে সাবধানী শুরু করেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরে গেলে সেই জুটি ভাঙে। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে আরও একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। মাইলফলক ছুঁয়েছেন ৭৪ বলে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে পাঁচে খেলানো হয়। মিডল অর্ডারে সফল তিনি।

মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে যা দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com