বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি সম্প্রতি ফ্লাইটসমূহে কারিগরি ত্রুটির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত পদক্ষেপ পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার খর্ব হবে; মির্জা ফকরুল চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার! বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বেপরোয়া লরির ধাক্কায় টঙ্গী উড়াল সড়কে নারীর মৃত্যু ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৩১৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর মাঠে গড়াবে আগামী ২৯ মার্চ। এবারের আসর শুরু হওয়ার আগে গুঞ্জণ ছিল, লম্বা হবে টুর্নামেন্টের দৈর্ঘ্য। যুক্ত হবে নতুন ভেন্যু, আসবে নতুন কিছু চমক। তার সবকিছু সত্য করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

গতকাল সোমবার নয়াদিল্লিতে বৈঠকে বসেন আইপিএল গভর্নিং কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদস্যরা। যেখানে আইপিএলের আসন্ন আসর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের আসরে রাতের খেলার সময়সূচি এগিয়ে নেয়ার কথা ওঠে। তবে তাতে সায় দেয়নি কোনো পক্ষই। যারফলে প্রতিবারের মতো এবারো রাত ৮টায় খেলা শুরু হবে।

তবে এবার টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়িয়েছে আয়োজকরা। এবারের আসর প্রায় দুই মাসব্যাপী অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ গড়াবে প্রথম ম্যাচ। যার সমাপ্তি ঘটবে ২৪ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনাল দিয়ে। এবারের আসরে দিনে দুটি ম্যাচ খেলা হবে মাত্র ৫দিন। যেদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেদিন প্রথম খেলা শুরু হবে বিকাল ৪টায়। আর রাতের খেলার সময় একই থাকবে।

এ নিয়ে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা রাতের খেলার সময় পরিবর্তন করিনি। খেলোয়াড়দের সুবিধার কথা ভেবে এবার টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়িয়েছি। এবার দুটি করে ম্যাচ হবে মাত্র ৫ দিন। আর আইপিএল ফাইনালের জন্য আমরা ভেন্যু ঠিক করেছি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।’

তবে এবারের আসরে সবচেয়ে বড় সংযোজন কনকাশন সাবস্টিটিউট ও নো বলের জন্য বাড়তি একজন আম্পায়ার। এ নিয়ে সৌরভ বলেন, ‘এবারের আসরে আমরা কনকাশসন সাবস্টিটিউট ও নো বল চেকের জন্য আলাদা আম্পায়ার রাখতে যাচ্ছি।’

এবারের আসরে রাজস্থান রয়্যালস তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে গুয়াহাটির স্টেডিয়াম। এছাড়া এবারের আসর দিয়ে শুরু হবে আহমেদাবাদ স্টেডিয়ামের যাত্রা। তবে এখানে হবে না আইপিএলের কোনো ম্যাচ। বরং সাবেক তারকাদের নিয়ে হবে আইপিএল অল-স্টার টুর্নামেন্ট। যা শুরু হবে ২৩ মার্চ থেকে। যা চ্যারিটির জন্য আয়োজিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com