আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম দিন আজ রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্থানীয় শিল্পীরা নেচে-গেয়ে উষ্ণ অভ্যর্থনা জানান, এবং এই সংবর্ধনায় ট্রাম্পও তাঁদের সঙ্গে নাচে অংশ নেন, যা অনলাইনে বেশ সাড়া ফেলেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয, দীর্ঘ ২৩ ঘণ্টার ওয়ারাশিংটন-মালয়েশিয়া ফ্লাইটের পর ট্রাম্প নাচেন স্থানীয় পারফরমারদের সঙ্গে। বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সী ট্রাম্প এয়ারফোর্স ওয়ান-এর কাছে বিমানবন্দরের টারমার্কেই ড্রামের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন। তার উদ্যমী নাচে আশেপাশের সবার মুখে হাসি ফুটছে। তিনি মালয়েশিয়ার প্রধান নৃগোষ্ঠী ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী রঙিন পোশাকধারী নর্তকদের সঙ্গে নাচছেন। এর মধ্যে রয়েছেন বর্নিও স্থানীয়রা, মালয়, চীনা ও ভারতীয় সম্প্রদায়ের নর্তকরা।
সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তার সঙ্গে নাচে যুক্ত হন। মালয়েশিয়ায় ট্রাম্পকে নাচতে দেখা ভিডিও পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। অনেকেই তার উদ্যম, স্টাইল এবং রিদমের প্রশংসা করেছেন এবং মুহূর্তটিকে বিনোদনমূলক এবং স্মরণীয় বলে উল্লেখ করেছেন।
কেউ লিখেছেন, ট্রাম্প আবার নাচকে মহত্বপূর্ণ করে তুলছেন। আরেকজন লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কি ‘দ্য ট্রাম্প ড্যান্স’ করলেন মালয়েশিয়ার হাওয়াই ফাইভ-ও থিমের সাথে? অসাধারণ!
অন্যজন লিখেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না, মার্কিন প্রেসিডেন্টের স্টাইল এবং রিদম আছে। আমি ১০-এর মধ্যে ৯ দিচ্ছি তাকে।