নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় আক্রান্তের হার ঢাকা শহরের পরেই মাদারীপুরে সবচেয়ে বেশি।
সোমবার (২৩ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৫ জনই ঢাকা শহরের, মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জের তিনজন, গাইবান্ধায় দুইজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।
৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে ১৩ জন এসেছেন উল্লেখ করে তিনি জানান, বাকি ২০ জন এদের মাধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছেন।
দেশ ভ্রমণ করে আসা ১৩ জনের মধ্যে ইতালি থেকে ৬ জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুইজন, ইউরোপের অন্যান্য দেশ থেকে দুইজন, বাহরাইন থেকে একজন, ভারত থেকে একজন এবং কুয়েত থেকে একজন। অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ রয়েছে ১১ জনের মধ্যে।
এ পর্যন্ত দেশে করোনায় ৩৩ জন আক্রান্তের খবর জানিয়েছে আইইডিসিআর। এর মধ্যে তিনজন মারা গেছেন । পাঁচজন সুস্থ হয়েছেন।