চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বুধবার চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নগর পুলিশের ১৩ জন সদস্যের আক্রান্ত হওয়ার খবর আসে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন।
“গত সপ্তাহে সদরঘাট থানার মুন্সী প্রথম কোভিড-১৯ আক্রান্ত হয়। এরপর বুধবার অন্যদের রিপোর্ট পজিটিভ আসে।”
এদিন চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মোট ৯৫ জনের কভিড-১৯ পজিটিভ হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, বুধবার চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য। এ নিয়ে সিএমপি’র মোট ৪৪ জন সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়েছেন।