বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমার দেখা ২৪শের-জুলাই থেকে-৫ আগষ্ট কুমিল্লার লাকসামে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯ মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে: প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ অস্পষ্ট, হতাশ জামায়াতে ইসলামী জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন প্রধান উপদেষ্টার ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট: প্রধান উপদেষ্টা ‘জনতার আদালতে’ প্রকাশ্যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর ‘আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না’ সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

কুমিল্লার লাকসামে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার (৫আগস্ট)সকাল ১১টায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম।

এসময় তিনি বলেন -আওয়ামী লীগ ১৭বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।কিন্তু জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে দলটির সকল নেতা-নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগের পলায়নের বছর পূর্তিতে আজ আমাদের আনন্দ র‍্যালী।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আজকের উপস্থিতি প্রমান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
তিনি বলেন -বিগত ১৭বছরের দু:শাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সকল নেতাকর্মী কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে।

তিনি আরো বলেন- বর্তমান নির্বাচন কমিশনার কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনকে বিভক্ত করে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আসন বিভক্তির এ প্রস্তাবকে আমরা(বিএনপি) প্রত্যাখ্যান করছি। আমাদের আসনটির সীমানা পূনর্বহাল করার জন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো,প্রয়োজন হলে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো।তবে যাই করেননা কেন, কোন অবস্থাতেই ফেব্রুয়ারির পর জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভার সাবেক মেয়র মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলার সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিসুর রহমান দুলাল, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, লাকসাম পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেন, লাকসাম উপজেলা ছাত্র দলের আহবায়ক জহির উদ্দিন সবুজ,সদস্য সচিব শাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্র দলের আহবায়ক মহিন উদ্দিন, সদস্য নেওয়াজ শরীফ,মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল,সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com