জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৫ জুন) সকালে তার ব্রেন স্ট্রোক হয়। শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এখন তার অস্ত্রোপচার চলছে।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, করোনা থেকে বাবার অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে। এখন অপারেশন চলছে।
তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সোমবার দুপুরে নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার ফল পজিটিভ আসে।
আজ শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অবস্থা অবনতির দিকে যাওয়ায় নেওয়া হয়নি বলে জানা গেছে।