শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ অস্বীকার বিসিবির

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৩৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট এর চুক্তি এবং আইসিসি ইভেন্ট থেকে ক্রিকেটারদের অর্থ প্রদানের বিষয়ে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) এর অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিকার সম্প্রতি প্রকাশিত ২০২০ সালের গ্লোবাল এমপ্লয়মেন্ট রিপোর্টে পুরুণ ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় অভিযুক্ত ৬টি টুর্নামেন্টের মাঝে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর একমাত্র প্রতিষ্ঠিত লিগ বিপিএল।

এই তালিকায় থাকা বাকি টুর্নামেন্টগুলো হলো, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, আবু ধাবি টি-টেন, কাতার টি-টেন, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি এটিকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে বিপিএলের অর্থ প্রদানের বিষয়টি বিচ্ছিন্ন একটি ঘটনা উল্লেখ করেছে এবং আইসিসি ইভেন্টের পুরস্কার না দেওয়ার অভিযোগটির তীব্র প্রতিবাদ জানিয়ে রিপোর্টটি প্রত্যাখ্যান করেছে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘বিসিবি পরিস্কার ভাবে জানাতে চায় যে, শুধুমাত্র ৪ জনের বেতনের বিষয়টি অমিমাংসিত রয়েছে। এদের মধ্যে তিনজন বিদেশি ক্রিকেটার এবং একজন কোচ। ২০১৮ সালে বিপিএলের ষষ্ঠ আসরে অংশ নেয়া কেবলমাত্র একটি দল এই কাজটি করেছে। ১৭০ জনেরও বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের অংশগ্রহনে অনুষ্ঠিত লিগে এটি ছিল বিচ্ছিন্ন একটি ঘটনা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিলের কোনো এক সময় ক্রিকেটার ও কোচদের প্রতিনিধিদের কাছ থেকে তারা কিছু অভিযোগ পেয়েছে। যেখানে বলা হয়েছে ফ্য্রাঞ্চাইজিগুলো দায়িত্ব পালনের বিষয়ে ব্যর্থ হয়েছে এবং সম্পুর্ণ পাওনা পরিশোধ করেনি। নিয়ম অনুযায়ী চুক্তিভুক্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বেতন সরাসরি পরিশোধের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির।’

বিসিবি পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে, অভিযুক্ত ফ্র্যাঞ্চাইজিদের এসব কার্যক্রমের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলেট সিক্সার্স তাদের কোচ ওয়াকার ইউনুস ও অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা ডেভিড ওয়ার্নার সহ আরো দুই ক্রিকেটারের বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে। বিসিবি প্রত্যোকের সঙ্গে এবং প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। তারা বিসিবির প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবগত রয়েছে।

এদিকে আইসিসি ইভেন্টের প্রাইজমানির টাকা পরিশোধ না করা সংক্রান্ত ফিকার অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বিসিবি দাবী করেছে যে ইতোমধ্যে বোনাসের সব অর্থই পরিশোধ করেছে বোর্ড। ফিকার রিপোর্টের প্রতিবাদ লিপিতে বোর্ড জানায়, ‘ফিকার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ তাদের ক্রিকেটারদের আইসিসি ইভেন্ট থেকে পাওয়া প্রাইজমানির অর্থ বিতরণ করেনি বলে যে অভিযোগ করেছে সেটি সম্পুর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন।’

‘আইসিসির বিগত সবগুলো ইভেন্টের প্রাইজমানিই ইতোমধ্যে বন্টন করে দিয়েছে বোর্ড। এমনকি সর্বশেষ ২০১৯ সালে ওয়েলস ও ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানিও দেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো ক্রিকেটারকে তার দক্ষতা অনুযায়ী বাড়তি প্রণোদনাও দেওয়া হয়েছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com