বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপির নির্যাতিত কর্মী  সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ  নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে – আমিনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজ্যুলেশন গৃহীত গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ জনগণের  সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরখানে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উজ্জ্বল সাফল্য তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ 

চট্টগ্রামে চারটি ও হবিগঞ্জে তিনটি স্বেচ্ছাসেবক দলের কমিটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২১৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় দপ্তর থেকে চট্টগ্রাম মহানগরের চারটি ও হবিগঞ্জ জেলা শাখার তিনটি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনটি দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগরের অনুমোদিত ইউনিট কমিটিসমূহ

খুলশী থানা
আহ্বায়ক : রায়হান আলম, সদস্য সচিব : বিল্লাল হোসেন বেলাল (বাবু)। যুগ্ম আহ্বায়ক-১. শাহ্ আলম ২. মনির হোসেন ইমন ৩. শফিকুল ইসলাম শাহনেওয়াজ ৪. আনোয়ার হোসেন বিপ্লব ৫. এসএম মহিউদ্দীন সাব্বির ৬. মো. আজাদ (মুন্না) ৭. মো. আজিজ (আজম) ৮. মো. জুয়েল ৯. মনিরুল ইসলাম সুমনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

আকবর শাহ্ থানা
আহ্বায়ক : রাজিব উদ্দীন আকন্দ, সদস্য সচিব : তানভীর আলম রুবেল। যুগ্ম আহ্বায়ক- ১. মো. আব্দুল মোতালেব ২. মো. আবু শহীদ ৩. মো. নাসির উদ্দীন ৪. নাসির উদ্দীন আহমেদ সোহেল ৫. মো. আজাদ হোসেন ৬. মো. সুজন ৭. আরিফুর রহমান মিটু ৮. এহসিন আহমেদ তৌসিফ ৯. মোহাম্মদ খোকনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
বায়েজিদ থানা
আহ্বায়ক : আলতাফ হোসেন , সদস্য সচিব : কাজী মোহাম্মদ মহিউদ্দীন। যুগ্ম আহ্বায়ক- ১.পারভেজ আহম্মদ ২. আব্দুর রশিদ টিটু ৩. নাজিমুদ্দিন হিরো ৪. আবু সুফিয়ান সুমন ৫. সোহানুর রহমান ৬. আব্দুল মতিন সিকদার ৭. আহম্মেদ আজম খান ৮. মোহাম্মদ এমদাদুল হক ৯. মোহাম্মদ নাসির উদ্দীন রাজনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

পাঁচলাইশ থানা
আহ্বায়ক : মোহাম্মদ শফিউল আলম শফি, সদস্য সচিব : মোহাম্মদ সবুজ। যুগ্ম আহ্বায়ক ১. মোহাম্মদ মহিউদ্দিন রুবেল ২. নুরুল কবির পলাশ ৩. আব্দুর রহমান নান্টু ৪. হাসানুর রসিদ হাসান ৫. মোহাম্মদ সোহেল রানা ৬. মামুন খন্দকার ৭. মোহাম্মদ কামাল হোসাইন ৮. মোহাম্মদ মেহরাজ উদ্দীন ৯. গোলাম মোহাম্মদ জসিম উদ্দিন অভিসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

হবিগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ

সদর উপজেলা
আহ্বায়ক : মো: ওয়াহিদুজ্জামান, সদস্য সচিব : মো. শেখ সোহেল। যুগ্ম আহ্বায়ক-১.মো. আব্দুল কাইয়ুম ২. আশিকুর রহমান আশিক ৩. আবুল কালাম আজাদ লিটন ৪. মো. জসিম উদ্দিন ৫. মো. সেলিম ৬. মিজানুর রহমান নোমান ৭. মো. আবু নাঈম ৮. মো. সুমন মিয়া ৯. তাজউদ্দিন আহমেদ সোহেলসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

সদর পৌর
আহ্বায়ক : মুসা আহমেদ দিপু, সদস্য সচিব : শেখ মোখলেছুর রহমান। যুগ্ম আহ্বায়ক-১. রায়েদ চৌধুরী রিংকু ২. দেলোয়ার হোসেন রানা ৩. মো: আবু সায়েম ৪. সাইদুর ইসলাম সোহেল ৫. মো. জয়নাল আবেদিন ৬. মেরাজ আহমেদ ৭. ইফতেখার তরফদার তারেক ৮. হাসান আল মামুন ৯. এবাদুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

বাহুবল উপজেলা
আহ্বায়ক : শেখ মো. আব্দুল বাছিত লিংকন, সদস্য সচিব : মো. জানে আলম জুয়েল। যুগ্ম আহ্বায়ক ১. বিলাল মিয়া ২. মো. শাহ আলম ৩. খন্দকার মঞ্জুরুল আলম ৪. মো. আতাউর রহমান ৫. মো. আব্দুল হান্নান সোয়েব ৬. মো. ফয়সাল আহমেদ ৭. মো: মুহিত মিয়া ৮. মো. শামীম আহমেদ ৯. শেখ সালেহ আহমেদসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com