সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

জিন তাড়ানোর নামে দশম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন: মুয়াজ্জিন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১১ বার পঠিত

জিন তাড়ানোর কথা বলে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তথ্য পেয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২ জুন) রাতে নগরীর সদরঘাট থানা এলাকায় আক্রান্ত মেয়েটির বাসায় এ ঘটনা ঘটেছে। ১৬ বছর বয়সী ওই কিশোরী নগরীর একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

গ্রেফতার আশিকুল ইসলাম (৩৪) বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরলবাজার গ্রামের হাবীবুল আলমের ছেলে। নগরীর সদরঘাট থানার দারোগাহাট এলাকায় হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘মেয়েটি শারীরিক নানা জটিলতায় ভুগছে। তিনমাস ধরে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার পর একজনের পরামর্শে তার পরিবার মুয়াজ্জিন আশিকুলের শরণাপন্ন হয়। আশিকুল জানায়, তাকে জিনে ধরেছে, জিন তাড়াতে হবে নইলে তিনদিনের মধ্যে মারা যাবে। সরল বিশ্বাসে মেয়েটির পরিবার রাজি হয়। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাসায় যায় আশিকুল। মেয়েটিকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে কথিত জিন তাড়ানোর আয়োজন করেন তিনি। কিছুক্ষণ পর মেয়েটি চিৎকার দিয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে।’

‘মেয়েটি তখন জানায় যে, আশিকুল তাকে রুমের মধ্যে শ্লীলতাহানির চেষ্টা করেছে। পরিবারের সদস্যরা আশিকুলকে ওই কক্ষেই আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়। খবর পেয়ে আমাদের টিম দ্রুত গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

এ ঘটনায় আক্রান্ত মেয়েটির বাবা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেছেন বলে এডিসি নোবেল চাকমা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com