বিবিসি ও অ্যাথলেটিকোর রিপোর্টে অবশ্য বলা হয়েছে ব্রাজিলীয় এই তারকাকে দলে টানার জন্য ইউনাইটেডকে প্রাথমিকভাবে ৬০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে। অতিরিক্ত একটি মৌসুম ছাড়াও চার বছরের এই চুক্তি সম্পন্ন হলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় উপার্জনকারী খেলোয়াড়ে পরিণত হবেন কাসেমিরো।
নতুন কোচ এরিক টেন হাগের অধীনে খুবই বাজে ভাবে প্রিমিয়ার লিগ শুরু করা ইউনাইটেডের নতুন একজন ফুটবল তারকার প্রয়োজনীয়তা অনিবার্য্য হয়ে পড়েছে। ৩০ বছরের মধ্যে প্রথম পয়েন্ট তালিকার তলানীতে নেমে গেছে রেড ডেভিলরা।
ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে শুরুতেই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দলে নতুন খেলোয়াড়ের ঘাটতিকেই দায়ী করা হচ্ছে। মাত্র তিনজন খেলোয়াড় টেন হাগের স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন। এরা হলেন, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেন ও টাইরেল ম্যালাসিয়া।
এমতাবস্থায় লিভারপুলের বিপক্ষে আগামী সোমবারের লিগ ম্যাচে ইউনাইটেডকে আরো খারাপ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে আশংকা করা হচ্ছে।
এমনকি কাসেমিরোর চুক্তি স্বাভাবিক গতিতে সম্পাদিত হলেও ওই ম্যাচের আগে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব হবে না। দীর্ঘ নয় বছর রিয়ালে কাটানো ৩০ বছর বয়সি এই তারকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে তিনবার লা লিগা ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাধ পেয়েছেন। লুকা মড্রিচ ও টনি ক্রোসের সঙ্গে তিনিও হয়ে উঠেছিলেন মধ্যমাঠের অবিষ্মররণীয় ত্রিমুর্তির অংশ।
তবে এই গ্রীষ্মে অরেলিয়েন চৌমেনিকে ১০০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর পর কার্লো আনচেলোত্তির মুল একাদশে কাসেমিরোর অবস্থান হুমকিতে পড়ে গিয়েছিল।