চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এর আগে, বুধবার নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান আব্দুল কালাম নামে ওই ব্যক্তি। তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি হন আব্দুল কালাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। তবে মৃত্যুর বিষয়টি আমরা বৃহস্পতিবার জানতে পেরেছি।
বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট দুই হাজার ৮২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।