তিন ম্যাচে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরির সুবাদে জিতেছেন সেরার পুরস্কার। শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০’ র ঘরে পৌঁছে দিয়েছেন তিনি।
কিন্তু এরপরই দূর্ভাগ্যের শিকার হলেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। ফিল্ডিংয়ের সময় হাত ফেটে গেছে তার।
ডাক্তার জানিয়েছে, তার হাতে ৮ সেলাই লেগেছে। তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। চট্টগ্রাম পর্ব খেলা হচ্ছে বা তার।
ঢাকার অধিনায়ক নাসির হোসেনের স্কোয়ার কাট ধরতে গিয়ে বাঁ-হাতের তালু ফেটে রক্ত বেরিয়ে পড়ে। ফিজিও এসে তাকে ধরে ড্রেসিং রুমে নিয়ে যান।
সিলেটের পেসার রেজাউর রহমান রাজার শর্ট বলে সজোরে স্কোয়ার কাট করেছিলেন নাসির। প্রচন্ড গতিতে যাওয়া সেই শট বুক সমান উচ্চতায় চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাড়ানো তৌহিদ হৃদয়ের কাছে। তিনি তা ধরে রাখতে পারেননি। মারের প্রচন্ডতায় বল গিয়ে আঘাত করে তার হাতের তালুতে। সঙ্গে সঙ্গে বলের সিমে লেগে তালু ফেটে রক্তাক্ত হয়ে যায়।