বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংস্কার কমিশনের প্রতিবেদন সহজভাবে প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষের তাগিদ ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির অন্তর্বর্তী সরকার যতদিন আছে সারের কোনো সংকট হবে না: কৃষি উপদেষ্টা নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ জাতীয় নির্বাচন নাও হতে পারে : ডা. তাহের ঘূর্ণিঝড় মোন্থা : সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত নির্বাচনে বিএনপি-এনসিপি জোট হবে কিনা, বলার সময় আসেনি: সালাহউদ্দিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয়

জাতীয় নির্বাচন নাও হতে পারে : ডা. তাহের

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে; কিন্তু জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল  এটি সবার আগে হওয়া প্রয়োজন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

ডা. তাহের আরও বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, কারণ এটি উৎসবমুখর পরিবেশে হবে, জাতি আশা করবে।

এ সময় তিনি বলেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথার্থ বলে আমরা মনে করি। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টাও জড়িত, কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটার সমাধান হতে হবে। নভেম্বর শেষের দিকে গণভোট হয়ে যেতে পারে। যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে রাজনৈতিক, বিজিবি, র‌্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com