বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ২০২৫ সালের হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী।

বাংলাদেশ কখনো হংকং সিক্সেসের শিরোপা জেতেনি। গত বছরের সেমিফাইনালই দেশের সেরা সাফল্য। এবার আকবর আলীর নেতৃত্বে দল চায় নতুন ইতিহাস গড়তে।

গত বছরের টুর্নামেন্টে খেলা পেসার আবু হায়দার রনি এবারও দলে থাকছেন। ওপেনার জিসান আলম ও জায়গা পেয়েছেন; গত বছর চার ম্যাচে ১৫২ রান ও ৬ উইকেট নেন তিনি।

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন চার ম্যাচে তিন উইকেটের সঙ্গে দলে আছেন। বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মোসাদ্দেক হোসেন। বিশেষজ্ঞ স্পিনার রাকিবুল হাসান ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদও দলে রাখা হয়েছে।

১৯৯২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের এবারের আসর ২১তম। ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারে অংশ নিচ্ছে ১২টি দল।

বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও হংকং। প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে।

বাংলাদেশের দল: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com