সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সাড়ে ৯ ঘণ্টা পর মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ বার পঠিত

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে মোংলা ইপিজেডের ভিআইপি কারখানার আগুন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ড্যাম্পিংডাউনের কাজ চলছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইপিজেডের ভিআইপি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই নৌবাহিনী, খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।

মামুন মাহমুদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। ফ্যাক্টরিতে ফ্যাব্রিক্স, পলিথিন, ফ্যাব্রিকেটেড যেসব পণ্য রয়েছে, সবকিছুই পেট্রোলিয়াম প্রোডাক্ট। এই কারণে আগুন নেভানো একটু কঠিন হয়ে দাঁড়ায়।

হতাহত বা শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে চাইলে তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুরো ফ্যাক্টরি তল্লাশি করলে বোঝা যাবে কেউ আহত হয়েছেন কি না।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। এই মুহূর্তে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com