সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অনুগত বান্দাকে আল্লাহ কী প্রতিদান দেবেন?

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৭০ বার পঠিত

মুসলিম ধর্মাবলম্বীরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত করে থাকেন। বান্দার ইবাদতে খুশি হয়ে আল্লাহ তায়ালাও বান্দার জন্য প্রতিদানের ব্যবস্থা রেখেছেন।

নবী করিম (সা.) প্রিয় একজন সাহাবা হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসুল (সা.) বলেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি (আল্লাহ) তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি তার ওপর যা ফরজ করেছি, তা ছাড়া অন্য আর কোনো পছন্দসই জিনিস দিয়ে আমার বান্দা আমার বেশি কাছে আসতে পারবে না। আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি।

তাই আমি যখন তাকে ভালোবাসতে থাকি, তখন আমি তার কান হয়ে যাই—যেটা দিয়ে সে শোনে; তার চোখ হয়ে যাই—যেটা দিয়ে সে দেখে; তার হাত হয়ে যাই—যেটা দিয়ে সে ধরে; আর তার পা হয়ে যাই—যেটা দিয়ে সে চলাচল করে।

সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দিই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। (বুখারি: ৬৫০২)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com