বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র (আইডি কার্ড) তৈরীর অভিযোগে বগুড়ায় আটক ৮ বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার অ্যাওয়ার্ডস -২০২৫ পেল গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে: প্রধান উপদেষ্টা সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেপ্তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের প্রেত্নাতারা এখনও স্ব-স্হানে বহাল রয়েছে : আমিনুল হক শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান তরুন প্রতিভার অনন্য উদযাপন মেক্সিকো উপসাগরের নাম বদলাতে চান ট্রাম্প চালের বাজারে অস্থিরতা কেন, জানালেন বাণিজ্য উপদেষ্টা

আইনজীবী মতিয়ার রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৯৮ বার পঠিত

আদালত প্রতিবেদকঃ প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৬ জুলাই এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে তার গ্রামের বাড়িতে মরহুমের কবরে শ্রদ্ধা, কবর জিয়ারত, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও এতিম শিশু ও অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারে জ্যেষ্ঠপুত্র সেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এছাড়াও তার কনিষ্ঠপুত্র সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত থাকবেন।

ব্রিটিশ-ভারতের পূর্ববঙ্গ প্রদেশের তৎকালীন ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। মতিয়ার রহমান শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী।

বর্তমান জামালপুর জেলার দক্ষিণে সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা দৌলতপুর গ্রামে বেড়ে ওঠেন অ্যাডভোকেট মতিয়ার রহমান। প্রাথমিকে পড়ার সময় ব্রিটিশবিরোধী আন্দোলন দেখে বিপ্লবী সত্তায় অনুপ্রাণিত হয়েছিলেন। ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর অভিঘাত এবং ১৯৪৭ সালের দেশভাগ আন্দোলন দ্বারা মাধ্যমিক স্কুলের ছাত্র মতিয়র রহমান প্রভাবিত হয়েছিলেন। ১৯৫৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ‘যুক্তফ্রন্ট’ নির্বাচন এবং যুক্তফ্রন্ট সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা মতিয়ার রহমানকে আন্দোলিত করে।

মতিয়ার রহমান ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। ১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ করলে পূর্ব পাকিস্তানে ক্ষোভের সৃষ্টি হতে থাকে।

সামরিক শাসনের সেই উত্তাল সময়ে মতিয়ার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই মতিয়র রহমান বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন এবং এ বছরই কৃতিত্বের সঙ্গে এমএ ডিগ্রি অর্জন করেন।

অর্থ ও বিত্ত-বৈভবের মধ্যে বেড়ে ওঠা মতিয়ার রহমান তালুকদার জামালপুরের দরিদ্র, অসহায় মানুষকে আইনি সহায়তা দেওয়ার ইচ্ছা নিয়ে আইনজীবীকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা পেশ করার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে আইয়ুব খানের নানা ষড়যন্ত্র চলতে থাকে।

১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রহসনের বিচার শুরু হলে পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁসে ওঠে। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ১৯৬৯ সালে দেশব্যাপী গণআন্দোলন ছড়িয়ে পড়লে জামালপুরের সাধারণ মানুষও সে আন্দোলনে জড়িয়ে পড়ে। এ সময় অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার আইন পেশা স্থগিত রেখে বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়। এরপরও প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন।

বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার জামালপুরে সাধারণ মানুষকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনে তিনি জামালপুরে অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলে অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন।

দেশব্যাপী রাজনৈতিক দমন-পীড়ন শুরু হলে অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারকে কারাগারে পাঠানো হয়। তার ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যেতে নানাভাবে চাপ দেওয়া হয়। কিন্তু মুক্তিযুদ্ধের অজেয় শক্তি ধারণ করেছিলেন বলে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। দুর্বার সাহস আর আওয়ামী লীগের দীক্ষা নিয়ে এগিয়ে যান অবিচল।

অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা আর অটল নীতির ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগের আদর্শ বহন করে গেছেন আজীবন। এই বীর মুক্তিযোদ্ধা বর্ণাঢ্য জীবনে জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন ছয়বার। এছাড়াও তিনি জাতীয় আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামালপুর ল কলেজ প্রতিষ্ঠা করে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দুস্থ অসহায় মানুষকে সেবা দিতে জামালপুর অন্ধকল্যাণ সমিতির প্রতিষ্ঠা এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জামালপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com