রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রেম নিয়ে ছেলের সামনে খোলামেলা আমির খান চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: নাহিদ ইসলাম গার্মেন্টস শিল্প নিয়ে পাশের এক দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে: উপদেষ্টা সাখাওয়াত মোহাম্মদপুরে শহীদ জিয়া ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।। তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি: আমিনুল হক হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় জোকোভিচকে ‘বিষাক্ত খাবার’ দেওয়া হয়েছিল! অধ্যক্ষ মাহবুবুর রহমান একজন শিক্ষকই নয়; দেশপ্রেমিক নেতা-

প্রেম নিয়ে ছেলের সামনে খোলামেলা আমির খান

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বয়সের গণ্ডি ৬০ পেরিয়েও এখনো আগের মতো রোমান্টিক বলিউড হিরো আমির খান। সম্প্রতি ছেলের অভিনীত সিনেমা ‘লাভিয়াপা’র ট্রেলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেন নায়ক। প্রেম প্রসঙ্গে দুই স্ত্রীর কথাও সেখানে টেনে আনলেন।

কিছুদিন আগে ছেলে জুনেইদের সিনেমা ‘লাভইয়াপ্পা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানেই নিজের রোমান্টিক মনোজগতের কথা প্রকাশ করেন এ বলিউড তারকা। তিনি বলেন, ‘আমি এখনো সত্যিকারের প্রেমে বিশ্বাস করি।’ তিনি কসম কেটে বলেন, ‘আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। শুনতে খুব মজার লাগলেও আমার দুই স্ত্রীকেই জিজ্ঞেস করতে পারেন।’

আমির খান ছেলের সামনেই নিজের প্রেমজীবন নিয়ে এমন কথা বললেন। ব্যক্তিগত জীবন নিয়েও আমির খান খোলামেলা কথা বললেন। রিনা-কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পরও যে সাবেক স্ত্রীদের প্রতি তার শ্রদ্ধা এবং সম্মান অটুট, সে কথাও জানালেন তিনি। আমির আরও বলেন, ‘সত্যিকারের ভালোবাসা মানুষকে নিজের মূল্য বোঝায়, নিজেকে ভালোবাসতে শেখায়। উলটো দিকের মানুষটাকেও তখন যত্ন, ভালোবাসায় ভরিয়ে দেয়।’

বলিউডে কাজের মাধ্যমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও ব্যক্তিগত জীবনে একাধিকবার আমির খানের সম্পর্ক ভেঙেছে। ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। জুনেইদ ও ইরা, দুই সন্তান তাদের। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে।

আমিরের প্রথম স্ত্রী ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন। এ সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন এ অভিনেতা। রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে ডিভোর্সের ঘোষণা করেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই আমির জানাচ্ছেন।

‘কফি উইথ করণ’ শোয়ে এ বিষয়ে একবার প্রশ্ন করা হলে আমির খান বলেন, ‘এখনো দুজনের প্রতিই আমার ভালোবাসা ও সম্মান রয়েছে। আমরা আজীবন পরিবার হিসেবেই থাকব। যতোই ব্যস্ত থাকি না কেন প্রতি সপ্তাহে একবার অন্তত তাদের সঙ্গে দেখা করি।’

শুধু তাই নয়, মেয়ে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান, কিরণ রাও, রিনা দত্তরা। বিয়ের অনুষ্ঠানে সাবেক স্ত্রীর সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের গভীর রসায়নে ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com