সিটিজেননিউজ ডেস্ক: নতুন দলের প্রধান হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এমন গুঞ্জনের মধ্যেই ছড়িয়েছে তিনি পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না, যা আগের দিকে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে ছিল। এই পরিবর্তনেই পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে।তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।