বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা নিজস্ব প্রতিশেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা সাগরে লঘুচাপ, দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আভাস গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই – আমিনুল হক আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু

১৩ ছক্কায় ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরি

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: প্রথম ১৫ বলে কেবল ১১ রান করতে পেরেছিলেন, কোনো বাউন্ডারিও মারতে পারেননি। বাকি সময়জুড়ে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়ের।

মেজর লিগ ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৯ বলের ঝড়ো অপরাজিত ১০৬ রানের সেঞ্চুরিতে ওয়াশিংটন ফ্রিডম ১১৩ রানের বড় জয় পেয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) বিপক্ষে। ইনিংসের শুরুতে চাপে পড়ে গেলেও ছয় নম্বরে নেমে একাই ম্যাচের চিত্র বদলে দেন ম্যাক্সওয়েল। তার ব্যাটে ভর করেই ওয়াশিংটন ৫ উইকেটে ২০৮ রান পর্যন্ত যেতে পারে। এরপর বল হাতে চেপে ধরে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ৯৫ রানে।

এটি ছিল ওয়াশিংটনের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান নিয়েছে। অন্যদিকে, লস অ্যাঞ্জেরেলস এখনো জয়বিহীন। তিন ম্যাচের তিনতেই হেরে পাঁচ নম্বরে রয়েছে। নেট রান রেটের দয়ায় কেবল তলানি থেকে উপরে আছে।

আগে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকেই ছক্কা-চারের ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ১৩টি ছক্কা আর ২টি চারে তুলে নেন নিজের অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এই ইনিংসটি হয়ে রইল টুর্নামেন্টের ইতিহাসে সপ্তম শতক। শেষ ১০ ওভারে তার একার হাতেই দল তুলেছে ১২৪ রান! তার সাথে সঙ্গ দিয়ে গেছেন মার্ক চ্যাপম্যান (১৭ বলে ২১) ও ওবাস পিয়েনার (১৫ বলে অপরাজিত ১৪)। তাতে ২০৮ রান তুলতে পারে ওয়াশিংটন।

কর্নে ড্রাই ও তানভীর সাঙ্গা ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে লস অ্যাঞ্জেলেস ইনিংস শুরুই করে দুঃস্বপ্নের মতো। অ্যালেক্স হেলস, সুনীল নারিন ও উন্মুক্ত চাঁদ তিনজনই ফেরেন ‘ডাক’ মেরে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে এমন ঘটনা চতুর্থবারের মতো ঘটল, যেখানে ওপেনার ও তিন নম্বর ব্যাটসম্যান একসাথে রানের খাতা না খুলেই ফিরলেন।

মাঝে সাইফ বাদার (৩২) ও অধিনায়ক জেসন হোল্ডার (২৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হারের ব্যবধান ১০০ রানের নিচে নামাতে পারেননি।

বল হাতে ওয়াশিংটনের জ্যাক এডওয়ার্ডস ছিলেন বিধ্বংসী। তিনি ফিরিয়েছেন চাঁদ, পাওয়েল ও হোল্ডারকে। তিনটি উইকেট নেন মিচেল ওয়েনও। অন্যদিকে, ম্যাচের শুরু ও শেষ উইকেট তুলে নিয়ে সৌরভ নেত্রাভালকারও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাতে লস অ্যাঞ্জেলেসের ইনিংস শেষ হয় ১৬.৩ ওভারে মাত্র ৯৫ রানে।সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com