হাফসা:উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিক্ষিকা মাসুমা খানম গতকাল বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন।
গত ২১ শে জুলাই বিমানবাহিনীর ফাইটার বিমান উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভাবনে দূর্ঘটনার স্বীকার হলে সেখানে কোমল মতি শিক্ষার্থী, শিক্ষক ও আয়াসহ ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী -অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহষ্পতিবার মারা গিয়েছেন শিক্ষিকা মাসুমা খানম।
তার জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।এ সময় তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি নিহতের পরিবারের সদস্যদের খোজ খবর নেন।