হাফসা :ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাত ৯টা ৪০ মিনিটে বিমানবন্দর থানার এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিমানবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় আগানগর এলাকার বাসিন্দা মো. মিলন হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি আলেক নূর হোসেনের ছেলে এবং সালমা বেগমের সন্তান।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১৯(ক) অনুযায়ী মামলা (নম্বর-২৯, তারিখ-২৭ আগস্ট ২০২৫) রুজু হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।