সিটিজেন প্রতিবেদক: ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ কর্তৃক গত ১৭ জুন গঠিত কমিটির তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮টি বিভাগ থেকে উচ্চ বা মধ্যম এবং নিম্ন আয়ের মোট ২০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ২০ জন সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারদেরকে নিয়ে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন) সভাপতিত্বে আগামী ৭ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগে এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৮টি বিভাগ থেকে উচ্চ বা মধ্যম এবং নিম্ন আয়ের মোট ২০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ২০ জন সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজারদের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।