ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। কোরিয়া ৪-১ গোলে এগিয়ে ছিল। এরপর আরো একটি গোল করে তারা। ভারতের রাজগিরে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় কোরিয়ানরা। প্রথম কোয়ার্টারে ৯ ও ১১ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় তারা। দুই গোলই করেন সন। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ, ২২ মিনিটে গোল করেন সবুজ। তবে সেই কোয়ার্টারেই আরও দুটি গোল হজম করতে হয়। কোরিয়ার হয়ে ১৬ মিনিটে গোল করেন লি এবং ২২ মিনিটে ওহ।
তৃতীয় কোয়ার্টারে দু’দলই গোলশূন্য ছিল। চতুর্থ কোয়ার্টারও একইভাবে এগোচ্ছিল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কোরিয়ার ইয়াং বাংলাদেশের জালে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন ৫-১ ব্যবধানে।
এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ এখনো টিকে রয়েছে বাংলাদেশের সামনে। এজন্য ৫ থেকে ৮ নম্বর স্থান নির্ধারণী ম্যাচে জিততে হবে। এই রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ কাজাখস্তান। ‘এ’ গ্রুপে এখনো কোনো পয়েন্ট না পাওয়া দলটি নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও গোল ব্যবধানে তলানিতেই থাকার সম্ভাবনা বেশি।
স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশ যদি প্রথম ম্যাচে জয় পায়, তাহলে তারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে পঞ্চম না ষষ্ঠ ফাইনাল অবস্থান জানতে অপেক্ষা করতে হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিপক্ষ নির্ধারণ হবে আজকের খেলা শেষে। বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এখন সব নজর রাখতে হবে ওই ম্যাচে।