মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রায়ে স্পষ্ট, কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয় : জামায়াত ঢাকা-১৮ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বিএনপি নেতা এম কফিল উদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ উত্তরখানসহ উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান শান্তির বার্তা নিয়ে সাদা পতাকা হাতে উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান সভাপতি বারেক বৈদিক; সম্পাদক কবির সরকার ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে : ফখরুল

সভাপতি মাওলানা আব্দুর রহিম, সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

হাফসা আক্তার : রাজধানীর উত্তরখানের উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২০সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর নির্বাচনে আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে উলামায়ে কেরাম তাঁদের নতুন নেতৃত্ব বেছে নেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি সাইফুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

উপস্থিত উলামায়ে কেরামগণ বলেন, ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু একটি সংগঠন নয়, বরং এটি উত্তরখানের উলামায়ে কেরামের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে।

তারা বলেন, এটি শুধু নির্বাচন নয়, বরং উলামায়ে কেরামের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও আলিঙ্গনে বরণ করে নেন সহকর্মী আলেম-উলামাগণ। এসময় উপস্থিতদের চোখেমুখে ছিল আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই দায়িত্ব নিচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন উত্তরখানের উলামাদের প্রকৃত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব,ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com