হাফসা আক্তার ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম কফিল উদ্দিন। এ সময় রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন উপস্থিত সকলের নিকট দোয়া চেয়ে বলেন,তিনি গত চল্লিশ বছর যাবত বিএনপির রাজনীতিতে সময় এবং শ্রম দিয়েছে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতিকের দাবিদার তিনি।
ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখি ধারা উত্তরণের করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে। আজ দুপুর ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু ব্যবসায়ী সেক্টরের ৪ টি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে কথা বলেন ।
চৈতী গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম বলেন,ঢাকা সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ঢাকা- ১৮ আাসন, এখানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সিভিল অ্যাভিয়েশন, কার্গো ভিলেজ, র্যাব হেড কোয়ার্টার, আর্মস পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, নামীদামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, পাসপোর্ট অফিস, ব্যাংক বীমা ও বড় বড় বিপনন কেন্দ্র। ভিআইপি ব্যাক্তিসহ লাখ লাখ মানুষের বসবাস। আগামী নির্বাচনের ত্যাগী কর্মী বান্ধব অভিজ্ঞ দলীয় ব্যাক্তিকে মনোনয়ন না দিলে এই আসনটি বিএনপি হারাতে পারে।
ব্যবসায়ীক নেতারা বলেন, এম কপিল উদ্দিন একজন ব্যবসায়ী বান্ধব নেতা,তিনি দুর্দিনে সবসময় ব্যবসায়ীদের পাশে ছিলেন, ঢাকা -১৮ আসনে এম কফিল উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেয়া হলে এই এলাকার ব্যবসায়ী সেক্টরসহ অবকাঠামো গত সকল প্রকার উন্নয়ন সম্ভব হবে।