বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ কুমিল্লা সদর দক্ষিণে জনপ্রিয়তা অপ্রতিদ্বন্দ্বি আবদুল হাই বাবলু তীব্র তাপপ্রবাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সবুজবাগ থানার পক্ষ থেকে খাবার পানিও স্যালাইন বিতরন কুমিল্লা সদর দক্ষিণ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল গাজী সহ ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল উত্তরায় ট্রাফিক পুলিশের মাঝে ওরস্যালাইন বিতরণ। পাঁচশত টাকায় স্ত্রীকে বন্ধ, গনধর্ষনের স্বীকার স্ত্রী,স্বামী সহ আটক-৪ বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার

অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি : তথ‌্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে জনগণের বিরুদ্ধে রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়ে তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তা না হলে এক সময় বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘বাস্তবতা বিবর্জিত, জনগণের ওপর হামলা করে, তাদের জিম্মি করে বিএনপি যে রাজনীতি করে, তাতে দলটি জিম্মি হয়ে গেছে। এই রাজনীতি পরিহার না করলে বিএনপির পরিধি দিনে দিনে ছোট হবে এবং বিএনপি একসময় অস্তিত্ব সংকটে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা সেটি চাই না। আমরা চাই, বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক এবং জনগণের জন্য রাজনীতি করুক। কারণ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে, শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। সেজন্যই আমরা চাই, বিএনপি শক্তিশালী হোক।

‘আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে আসবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে তাদের দল থেকে যেভাবে নেতারা পদত্যাগ শুরু করেছেন, এটিকে আড়াল করার জন্য তিনি এ ধরনের বক্তব্য দিয়ে আত্মতুষ্টি পাওয়ার চেষ্টা করছেন।’

মন্ত্রী বলেন, ‘তাদের দল থেকে অনেকেই দল ত্যাগ করেছে। আরো অনেকে দল ত্যাগ করবে। আসলে বিএনপি নেতারা, দল নিয়ে প্রচণ্ড হতাশ। সেখানে নিজের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। এমনকি ফখরুল সাহেবেরও সেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে। সেই সিদ্ধান্তের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এই কারণে আজকে বিএনপির এই দশা।’

আয়োজক সংগঠনের সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com