বিশেষ প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে পঞ্চমবারের মতো ‘জাতীয় সবজি মেলা ২০২০’ এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ মেলার উদ্বোধন করবেন।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় দেশের নানা প্রান্তের দেড়শতাধিকেরও বেশি প্রজাতির সবজি প্রদর্শন করা হবে। মেলায় নতুন ধরনের সবজি চেনা জানার পাশাপাশি দর্শনার্থীরা নিরাপদ সবজি কিনতেও পারবেন। মেলা শেষ হবে ৫ জানুয়ারি।
মেলা উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩টায় বিএআরসি চত্বর হতে বিজয় সরণি মোড় পর্যন্ত মানব উদ্দীপন বন্ধন ও পরে কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি চাষ’ প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।