অনলাইন ডেস্ক: বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জানুয়ারি) তিনি মারা যান বলে খবর পাওয়া গেছে।
ডানা কবির সাপ্তাহিক বিচিত্রার (অধুনালুপ্ত) সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার (১৫ জানুয়ারি) তার জানাজা ও দাফন কার্যসম্পন্ন হওয়ার কথা রয়েছে।
যদিও শাহরিয়ার কবির ও তার মেয়ে দেশে আসলে ডানা কবিরের জানাজা এবং দাফন-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।