বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামাদি (পিপিএ) এবং স্বাস্থ্যঝুঁকির জন্য বিশেষ প্রণোদনা দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
বিএমএ সভাপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ঝুঁকিমুক্ত নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত হবে না। ফলে ভাইরাসে আক্রান্ত আরও অধিক ঝুঁকির মধ্যে পড়বে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী দ্রুত সময়ের মধ্যে দেশের সব হাসপাতালে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে এবং কোথাও কোথাও ইতোমধ্যে পৌঁছে গেছে।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, চিকিৎসকসহ সকলের নিরাপত্তা বিধান ও এই ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বদ্ধপরিকর।
বিএমএ সভাপতি স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে উত্তরণে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজের জীবন বাজি রেখে কাজ করেন। ইনশাল্লাহ করোনাভাইরাস সংক্রমণ থেকে উত্তরণের নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।
বিএমএ সভাপতি মহামারির কবল থেকে রক্ষা পেতে সকলকে ধৈর্য ধারণের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।