ঢাকা:‘হে আল্লাহ, আমাদের গুনাহের কারণে যদি করোনাভাইরাসের মহামারি হয়, তাহলে তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। তুমি মুসলিম উম্মাহকে হেফজাত করো, দেশ, জাতি ও বিশ্ববাসীকে তোমার রহমতের ছায়ায় নিরাপদে রাখো।’
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে এভাবেই প্রার্থনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি ইহসানুল হক।
শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীসহ সারাদেশের সব মসজিদেই করোনাভাইরাস থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি ইহসানুল হক বলেন, হে আল্লাহ, করোনা ভাইরাসের মতো মহামারি আর বালা মুসিবত দিয়ে আমাদের ধ্বংস করে দিও না। তুমি তোমার প্রিয় হাবিব (সা.) এর উসিলায় আমাদের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমরা তোমার কাছে সাহায্য চাই। তুমি ত্রাণকর্তা, তুমিই একমাত্র উত্তম সাহায্যকারী।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার অনেকটা সংক্ষিপ্ত সুরা দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পর দ্রুতই অধিকাংশ মুসল্লি বায়তুল মোকাররম মসজিদ ত্যাগ করেন। প্রতি শুক্রবার জুমার দিনে দূর-দুরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এদিন মুসল্লির সংখ্যা অন্যদিনের চেয়ে তুলনামূলক কম ছিলো।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশফেরত, কিংবা অসুস্থদের বাসাবাড়িতে নামাজ আদায়ের আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।