নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস চিহ্নিত করতে কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান দিয়েছে গণকল্যাণ ট্রাস্ট। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ একথা জানান।
তিনি বলেন, ‘গণকল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠনের পক্ষে সফিউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল ২৫ মার্চ গণস্বাস্থ্য নগর ভবনের অফিসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন।’
তিনি জানান, করোনার পরীক্ষা-নিরীক্ষা ও এর প্রতিকার কীভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করছেন। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও পরামর্শে করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টা সফল হয়েছে।
ডা. জাফরুল্লাহ জানিয়েছেন, কিট তৈরি করতে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো ইংল্যান্ড থেকে আসার কথা আজ (শনিবার)। যদিও আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ইংল্যান্ড থেকে ফ্লাইট বন্ধ। সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি। সেজন্য অন্তত ১০ দিন কিট তৈরি পিছিয়ে গেলো।