নিউজ ডেস্ক: করোনার সময় ত্রাণ বিতরণ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারি ত্রাণ বিতরণে যেন কোনো বৈষম্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এই আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দল-মত নির্বিশেষে যার যা প্রাপ্য, সেই অনুযায়ী তালিকা করতে হবে। চাল চোরদের ক্ষমতা নেই। করোনা প্রতিরোধে দুইভাবে কাজ করছি আমরা। একটা হচ্ছে করোনাকে প্রতিরোধ, আরেকটি হচ্ছে গরিব অসহায়দের সুরক্ষা দেওয়া।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ছে। করোনা টেস্টের জন্য নির্ধারিত কেন্দ্র সংখ্যা বাড়নো হয়েছে। টেস্টিং ক্যাপাসিটি প্রতিদিনই বাড়ছে।’
‘বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে’ বলে দলটির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বলতে চাই, কোথায় বাধা দেওয়া হচ্ছে, কে বাধা দিয়েছে? তথ্যপ্রমান দিন। এই মানবিক কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই যথেষ্ট।’ বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের ধ্বংস করবে বলেও তিনি মন্তব্য করেন।