আজগর পাঠান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জ ঝুঁকির মুখে। নতুন ১০ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ১ জন,জামালপুরে ১ জন,জাঙ্গালীয়ায় ১জন,বক্তারপুরে ২ জন,নাগরীতে ৩ জন,তুমলিয়ায় ১জন ও মোক্তারপুরে ১ জন।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ছাদেকুর রহমান আকন্দ।
গত বুধবার করোনা সন্দেহে ৫১ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়।১৪ই মে বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী ১০ জনের করোনা পজিটিভ আসে।এর আগে কালীগঞ্জে ১৬ জন পুলিশ সদস্য সহ মোট ৮৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন।তবে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হওয়তে কালীগঞ্জ অনেকটাই ঝুঁকির মুখে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিবলী সাদিক জানান,নতুন আক্রান্তদের হোম আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে। তাদের পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এ ছাড়াও তাদের বাড়িতে সতর্কতামূলক লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ছাদেকুর রহমান আকন্দ,বর্তমান পরিস্থিতিতে কালীগঞ্জের জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন।সকলেই যেন নিজ নিজ ঘরে অবস্থান করেন।খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে কেউ যেন বাহিরে না যান।
আর বের হলেও অবশ্যই যেন মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়ে বের হন।নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং এই সংকটময় মুহূর্তে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।