মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২১৯ বার পঠিত

 

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে একদিনে (শুক্রবার) আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ। মৃতের সংখ্যা এখনো ৫ হাজারের ঘরেই আছে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মারা গেছে ৫ হাজার ৬৮২ জন। খবর আল জাজিরার।

এর আগে গত ১২ জুলাই রেকর্ড ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছিল। তার আগে ১০ জুলাই রেকর্ড ২ লাখ ২৮ হাজার ১০২ জন ও ৭ জুলাই রেকর্ড ২ লাখ ১২ হাজার ৩২৬ জন আক্রান্ত হয়েছিল। জুলাই মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ানোর আগে গেল ২৮ জুন আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৭৭ জন।

গেল ২৪ ঘণ্টায় যে ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জনই চারটি দেশের। দেশ চারটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার ৩৮৮ জন, ব্রাজিলে ৪৩ হাজার ৮২৯ জন, ভারতে ৩৫ হাজার ৪৬৮ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ১৭২ জন।

বিশ্বের ২১৩টি দেশে এ পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯৮ হাজার ৩ জন। সেরে উঠেছে ৮৪ লাখ ১১ হাজার ১৮৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com